দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতীশি

Share Now..

ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির (এএপি) অতীশি মারলেনা। কেজরিওয়ালের পদত্যাগ নেওয়ার সিদ্ধান্তের পরেই অতীশি রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আম আদমি পার্টির (এএপি) নেতাদের বৈঠকে অতীশিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শিগগিরই এই ঘোষণা দেওয়া হবে। এএপির বৈঠকে দলের জাতীয় আহ্বায়ক মুখ্যমন্ত্রী হিসেবে অতীশির নাম প্রস্তাব করেছিলেন। তখন এএপির সকল বিধায়ক উঠে দাঁড়ান এবং তার প্রস্তাব গ্রহণ করেন।  

ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আম আদমি পার্টি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে। তবে মুখ্যমন্ত্রী হলেও কোনো ডেপুটি মুখ্যমন্ত্রী থাকছেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *