দীপিকার খোলামেলা দৃশ্যে কাঁচি
বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’ এর ‘বেশরম রং’ গানের তুমুল বিতর্কের পর এবার ‘ফাইটার’- সিনেমার আবেদনময়ী দৃশ্যে কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে ‘ফাইটার’ সিনেমার ‘ইশক জ্যায়সা কুচ’ গানটি মুক্তি পায়। গানটিতে বেশ খোলামেলা রূপে দেখা যায় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘ফাইটার’ সিনেমার চারটি দৃশ্য সংশোধন করতে বলেছে সেন্সর বোর্ড। ছবিটির অন্তরঙ্গ কয়েকটি দৃশ্যে সংশোধন করতে বলেছে। এ ছাড়া বিভিন্ন ভাষায় ধূমপান–বিরোধী কড়া বার্তা দিতেও বলেছে সেন্সর বোর্ড।
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি ২ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের হতে যাচ্ছে। ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘ফাইটার’।
অ্যারিয়াল অ্যাকশনধর্মী সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে।
thats great article..
5) За последние несколько лет услуга установка счетчиков тепла в Киеве и прилегающих районах стала чрезвычайно популярной и востребованной. Это легко объяснимо, учитывая постоянный рост тарифов на коммунальные услуги. Особенно ощутимо это становится при получении счетов за отопление, которые заставляют многих задуматься о способах экономии на теплоэнергии. Мы предлагаем установку счетчиков тепла по доступной и прозрачной стоимости: 7000 грн, включая ультразвуковой счетчик, его подключение и регистрацию в системе Киевтеплоэнерго.https://www.instagram.com/schetchiki_tepla_kiev_ua/