দীপিকা-রণবীরের পুত্র সন্তান হচ্ছে?
Share Now..
বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকন ও রনবীর সিং। প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছে এই তারকা দম্পতি। বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রয়েছেন দিপিকা। সেপ্টেম্বর মাসে ডেলিভারি হওয়ার কথা রয়েছে।
তারকা এই দম্পতির প্রথম সন্তান ছেলে হবে বলে বিশ্বাস নেটিজেনদের। সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যা দীপিকা-রনবীর দম্পতির সন্তান নিয়ে জল্পনা-কল্পনা তৈরি করেছে। ছবিতে নীল থ্রেডে মোড়ানো এবং নীল মাছের ট্রিঙ্কেট দিয়ে উপহারের সংগ্রহ সাজানো রয়েছে। এতেই নেটিজেনরা বিশ্বাস করছে যে এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তান ছেলে প্রত্যাশা করছে। এই উপহার দিপিকা ও রনবীরের অনাগত সন্তানের জন্য।