দীপিকা-রণবীরের সন্তানকে আদর দিয়ে মাথায় তুলবে কে?

Share Now..

চলতি বছর সেপ্টেম্বর মাসেই ভূমিষ্ঠ হতে চলেছে বলিউডের তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর প্রথম সন্তান। দীপিকা-রণবীরের সন্তানকে আদর দিয়ে মাথায় তুলবে কে, এ বার সেই গোপন কথা ফাঁস করলেন দীপিকার বোন অনিশা পাড়ুকোন।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে খুশির হাওয়া ভবনানি ও পাড়ুকোন পরিবারে। স্বাভাবিক ভাবেই দুই পরিবারের সবারই চোখের মণি হবে দীপিকা-রণবীরের সন্তান, তা বলাই বাহুল্য। এর মাঝেই অন্দরের কথা ফাঁস করলেন দীপিকার বোন অনিশা।  

অনিশা জানান, তাদের পরিবারের প্রথম সন্তানকে সব থেকে বেশি ইন্ধন জোগাবেন রণবীর নিজেই। তুলনামূলক ভাবে দীপিকাই রাশ টানবেন। তবে দাদু-দিদা প্রকাশ ও উজ্জ্বলা পাড়ুকোনও এ বিষয়ে রণবীরের থেকে কম যাবেন না বলেই মনে করছেন অনিশা।

গত বছর এক সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। দীপিকার কথায়, ‘‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা অপেক্ষা করছি, সে দিনের, যে দিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’’ এ বার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে। 

২০১৮ সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রণবীর এবং দীপিকা। তার আগে প্রায় ছয় বছরের সম্পর্ক। কেরিয়ারের দিকে দু’জনেই প্রতিষ্ঠিত। এ বার তাদের জীবনে আরও এক ধাপ উত্তরণ ঘটতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *