দীর্ঘ দিনের জন্য আড়ালে চলে যাবেন কোহলি

Share Now..

চলমান আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তাই অনেক জলঘোলার পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন এই তারকা ব্যাটার। ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে চলে এসেছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। অবসর নেওয়ার পর দীর্ঘ দিনে আড়ালে চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন কোহলি।

কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার বলেন, ‘সহজ কথায় বলতে গেলে আমি কোনো আক্ষেপ রেখে যেতে চাই না। মাঠ থেকে যা যা পাওয়ার, নিয়ে যেতে চাই। যতদিন খেলব নিজের সবটাই দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব, তখন চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)।’ 

প্রতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার তাড়না কোথায় পান এমন প্রশ্নে কোহলি বলেন, ‘বিষয়টা সহজ। খেলোয়াড় হিসেবে আমাদের ক্যারিয়ারের শেষ আছে। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না—ওহ! ওই দিন যদি ওটা করতাম! কারণ, সারা জীবন তো খেলে যেতে পারব না। এটা আসলে অসমাপ্ত কাজ রেখে না যাওয়ার বিষয়, পরে অনুশোচনায় না ভোগার বিষয়, যেটা আমি নিশ্চিত, ভুগব না।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *