দীর্ঘ সময়ের মাঠের বাইরে তাসকিন, ফের ইংল্যান্ড যাচ্ছেন এবাদত

Share Now..

চোটের কারণে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলতে পারেননি টাইগার পেসার এবাদত হোসেন। অস্ত্রপাচার করেছিলেন এই পেসার। ডাক্তার দেখাতে আবারও লন্ডন যাচ্ছেন এবাদত। আর ইনজুরি নিয়েই বিশ্বকাপে খেলছিলেন আরেক পেসার তাসকিন আহমেদ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে রয়েছেন তিনি। তবে এবার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তাসকিনের ইনজুরি প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি গণমাধ্যমকে বলেন, ‘তাসকিনের কাঁধে বারবার ব্যথা উঠছে। আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এ বিষয়ে ওর সঙ্গে আলাপও হয়েছে। সে বোলিং করতে পারছে, তবে ওর ক্যারিয়ার বিবেচনা করেই এমন সিদ্ধান্ত। ইনজুরি যেহেতু বারবার ফিরে আসছে তাই লম্বা সময় পুনর্বাসন ছাড়া আর কোন বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। একটু সমস্যা দেখা দিচ্ছে বলের গতি বাড়ানোর ক্ষেত্রেও। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, ৪ সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ আছে। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা’

এবাদত প্রসঙ্গে বিসিবির চিকিৎসক বলেন, ‘এবাদতের হাঁটুর অপারেশন হয়েছে দুই মাস হতে চলল। সে তার চোটের অবস্থা বুঝতে আবারও ইংল্যান্ড যাচ্ছে। অগ্রগতি হয়েছে, তবে চোটের অবস্থা বুঝতে যে অপারেশন করেছে তার কাছে পাঠানো হচ্ছে এবাদতকে। এই মাসের ৩০ তারিখ ওর ডাক্তার দেখানোর কথা। এর দুয়েকদিন আগে সে যাবে, ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *