দুই ক্যারিবীয় ক্রিকেটারকে দলে নিলো সিলেট
Share Now..
আর কয়েকদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। সেটিকে সামনে রেখে নিজেদের দলকে আরও শক্ত করে নিচ্ছে সিলেট সানরাইজার্স। তারই ধারাবাহিকতায় দুই ক্যারিবীয় ক্রিকেটার লেন্ডল সিমন্স ও ডেভন থমাসকে দলভুক্ত করেছে ফ্রাঞ্জাইজিটি।
জানা গেছে, সিমন্সকে দলে নেওয়ার এক দিনের মাথায় থমাসের সঙ্গেও চুক্তি করেছে সিলেট। এ নিয়ে ৮ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিলো তারা।
বিদেশি: লেন্ডল সিমন্স, ডেভন থমাস, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা ও সিরাজ আহমেদ।
দেশি: তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন ও শফিউল হায়াত হৃদয়।
Existe – T – Il un meilleur moyen de localiser rapidement un téléphone portable sans être découvert par celui – Ci?