দুই ছেলেকে নিয়ে শাকিব খানের ঈদ উদযাপন

Share Now..


পরিবারের সঙ্গে ঈদের দিনটি কাটাতে সবাই পছন্দ করেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানও তার ব্যতিক্রম নয়। ঈদে দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে মেতে ছিলেন।এবারের ঈদ উদযাপনের বিষয়ে গণমাধ্যমকে শাকিব জানান, ঈদের দিন সকালে বারিধারার মসজিদে ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরে মায়ের হাতে বানানো কয়েক পদের সেমাই নিয়ে ঈদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। এরপর খাওয়া হয় পছন্দের মোরগ–পোলাও। এরপর আসে দুই ছেলে।

শাকিব জানান, ‘আব্রাহাম তো বড় হচ্ছে। ওর কৌতূহল অনেক। নানা ধরনের প্রশ্ন করে। অনেক কিছু জানতে চায়। ওর এসব প্রশ্নের উত্তর দিতে আমারও বেশ ভালো লাগে। ঈদের দিন বাবা–ছেলের সুন্দর সময় কেটেছে। আর শেহজাদ তো এখনো ছোট। নিজের মতো করে খেলাধুলা করতে পছন্দ করে। গেমস বেশি পছন্দ করে। আর গাড়ি চালায়। বীর যখন এসব করে, তখন আমি সঙ্গ দিয়ে থাকি। সময়টা দারুণ কাটে।’

এবারের ঈদে এসেছে শাকিব খানের ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমা। তপু খান পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তার সাবেক স্ত্রী শবনম বুবলী।

2 thoughts on “দুই ছেলেকে নিয়ে শাকিব খানের ঈদ উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *