দুই বছর কেন, আরও চার বছরও খেলতে পারি: সাকিব

Share Now..

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে কবে অবসর নেবেন সেই প্রসঙ্গে কথা বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে যান বলে জানিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে সবকিছু সময়ের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন সাকিব।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘দুই বছর কেন, আমি আরও চার বছরও খেলতে পারি। সবকিছু সময়ের ওপর নির্ভর করবে। আমার বয়স এখন ৩৬। অনেক ভালো কমিটমেন্টও যদি আমি দেখাই, হয়তো আর তিন–চার বছর খেলতে পারব। না হলে দেড়-দুই বছর। আমি যে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির কথা বলেছি, এটা একটা ধারণা থেকে বলেছি।’

তিনি আরও বলেন, ‘এমনও হতে পারে যে পরের তিন সিরিজ আমি একদমই খারাপ খেললাম। তখন স্বাভাবিকভাবে দলই আমাকে নিয়ে চিন্তা করবে না। আমার ওই অনুপ্রেরণা থাকবে না, এই বয়সে সেটা হয় না। এ জন্য বাজে পারফরম্যান্স করলে এই বয়সে অনেকে অবসর নিয়ে ফেলে। তবে আমি চেষ্টা করব যদি পারফরম্যান্স ভালো থাকে, ২০২৫ পর্যন্ত খেলতে। সেই পর্যন্ত যদি ভালো পারফর্ম করতে পারি, তাহলে আমি হয়তো আরও ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *