দুই বছর পর মুমিনুলের শতক

Share Now..


তৃতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন নাজমুল হাসান শান্ত। এরপর দ্বিতীয় সেশনে শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটনকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল হক। সাবলীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১২তম শতক তুলে নেন এই ব্যাটার। প্রায় দুই বছর পর শতকের দেখা পেলেন মুমিনুল। অন্যদিকে অর্ধশতক পূর্ণ করেছেন অধিনায়ক লিটন দাস।

তৃতীয় দিনেও সাবলীলভাবে ব্যাট করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জাকির-শান্ত। তবে দলীয় ১৯১ রানে উইকেট হারায় বাংলাদেশ। ৯৫ বলে ৭১ রান করে রান আউটে কাটা পড়েন জাকির। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে খেলতে থাকেন শান্ত।

১১৫ রানে সেঞ্চুরি পূরণ করেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ রানের অসাধারণ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই এই ব্যাটার। এর আগে বাংলাদেশের পক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক।

শান্তর পাশাপাশি মুমিনুলও আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে দলীয় ২৭৪ রানে আউট হন শান্ত। ১৫১ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফিরে যান এই ব্যাটার।

শান্তর বিদায়ের পর ক্রিজে এসেই আউট হন মুশফিকুর রহিম। দলীয় ২৮২ রানে ৩ বলে ৮ রান করে ফিরে যান মুশফিক। এর পরই ৬৭ বলে অর্ধশতক পূরণ করেন মুমিনুল। লিটনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুমিনুল।

৪ উইকেট হারিয়ে ৩৭৮ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় বাংলাদেশ। মুমিনুল ১১৮ বলে ৯৫ ও লিটন ৪৭ বলে ৪৮ রানে অপরাজিত থেকে বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে ৫৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন। এরপর ১২৩ বলে নিজের শতক পূরণ করেন মুমিনুল। শেষ খবর পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩৯৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *