দুই সপ্তাহ পেছালো বইমেলা
Share Now..
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানো হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আজ রবিবার (১৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
১ ফেব্রুয়ারির বদলে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের বইমেলা।
প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও করোনাভাইরাসের কারণে গতবছর ১৮ মার্চ শুরু হয়েছিল।
Es posible que otras personas recuperen algunos archivos de fotografías privadas que elimine en su teléfono, incluso si se eliminan permanentemente.