দুধের স্বাদ ঘোলে মেটালেন এমবাপ্পে
১৮ ডিসেম্বর ২০২২। বিশ্বকাপ ফাইনালে কাতালের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা এবং ফ্রান্স। সেদিন ফরাসিদের কাঁদিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করেও দলকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতাতে ব্যর্থ হন ২৫ বছর বয়সি এই তারকা। অশ্রুসিক্ত চোখ নিয়ে সেদিন লুসাইল স্টেডিয়াম ত্যাগ করেন এমবাপ্পে।
দুই বছর পর আবারও সেই লুসাইল স্টেডিয়ামে পা পড়ে কিলিয়ান এমবাপ্পের। তবে এবার টুর্নামেন্ট কিংবা প্রতিপক্ষ সবই ছিল ভিন্ন। স্টেডিয়ামে ছিল না ১৮ ডিসেম্বরের সেই উত্তাপ। ২০২২-এর সেই রাতের মতো ছিল না সমর্থকদের গলা পাটানো চিৎকার। এমনকি যাদের কাছে হেরে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন সত্যি হয়নি। সেই বিশ্বকাপে খেলা আর্জেন্টিনা দলের কোনো সদস্যই ছিল না ২০২৪-এর ১৮ ডিসেম্বর রাতে। এছাড়াও সেদিন হতাশার অতল গহ্বরে তলিয়ে গেলেও এবার শিরোপা উঁচিয়ে ধরেছেন ফরাসি তারকা। লুসাইল স্টেডিয়াম ছাড়েন হাসিমুখে। এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বিষয়। ২০২২ বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করে মরুর দেশ কাতার। বিশ্বকাপ ফাইনালের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে আয়োজন করে বিশ্বকাপ আয়োজক দেশটি। ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে ‘পুচকে’ পাচুকা। পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এদিন গোলের দেখা পান ২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রফি জেতা। গোল করে দলকে শিরোপা জিততে দলেকে সাহায্য করে। কারণ সবসময়ই সবার আগে দল। আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ট্রফি জিতেছি।’ এছাড়াও নিজের পরবর্তী দল নিয়ে এই ফরাসি তারকা বলেন, ‘আমরা বিরতি থেকে ফিরে স্প্যানিশ সুপার কাপ জেতার জন্য চেস্টা করব। অন্যান্য ট্রফিগুলিও গুরুত্বপূর্ণ। বাকি পাঁচটি শিরোপা জিততে আমাদের অবশ্যই ক্ষুধার্ত থাকতে হবে।’