দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

Share Now..


স্টাফ রিপোর্টার ঝিনাইদহ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা শহরের বাজারপাড় বারোয়ারী মন্দিরে সঞ্জয় ট্রাস্ট্রের উদ্যোগে এ বস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা আগতদের হাতে শাড়ী, লুঙ্গি, গেঞ্জি ও ধুতি তুলে দেন। সেসময় ট্রাস্ট্রের হরিণাকুন্ডু উপজেলা সমন্বয়ক মানোয়ার হোসেন, ট্রাস্টি আলমগীর হোসেন, শিউলি রানী সাহা, পার্থ ধরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সঞ্জয় ট্রাস্ট্রের উদ্যোগে দিনভর বাজারপাড় বারোয়ারী মন্দিরসহ উপজেলার ১২ টি মন্দিরে বিভিন্ন গ্রামের প্রায় ৩ হাজার পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *