দুর্ঘটনাকবলিত পিকআপে মিলল ৭৭০ বোতল ফেন্সিডিল
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গায় একটি দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান থেকে ৭৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) সকাল ১১ টার দিকে শহরের সিএন্ডবি পাড়া থেকে পিকআপটি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা হয়ে একটি ফেন্সিডিলের চালান পাচার হবে। এমন তথ্য পেয়ে জেলার সিএন্ডবি পাড়ায় অভিযান চালায় থানা পুলিশের এসআই মেফাউল হাসান সহ সংগিয় ফোর্স। এসময় সন্দেহজনক একটি পিকআপ সড়কের পাশে চালকবিহীন দুর্ঘটনাকবলিত অবস্থায় পাওয়া যায়। পরে ওই পিকআপটি জব্দ করে বিশেষ কায়দায় লুকানো ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Ümraniye Robotla Kanal Açma Robotla pimaş açma sayesinde evinizde iş yerinizde oluşacak pimaş tıkanıklarını kısa süre içerisinde kırmadan dökmeden kısaca sizlere maddi ve manevi zarar vermeden açmaktayız.Müşterilerimizden aldığımız sorular genelde gidere atmış olduğumuz yay borularımıza zarar vermi yönünde oluyor. http://subibo.store/umraniye-tikaniklik-acma/