দেইর এল-বালায় আকস্মিক বিমান হামলা, নবজাতকসহ নিহত ৬
গাজার দেইর এল-বালাহ প্রদেশের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর আকস্মিক বিমান হামলায় দুই নবজাতকসহ ছয়জন নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক বলছিলেন, ‘আমরা তাদের (নিহত ব্যক্তিদের) মায়েদের কাঁদতে কাঁদতে আল-আকসা হাসপাতাল থেকে বের করে দিতে দেখেছি। প্রতিদিনের মতো এবারও ছিল হৃদয়বিদারক এক মুহূর্ত।’ এদিকে, ত্রাণ আসার অপেক্ষায় থাকা একদল ফিলিস্তিনিকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আল জাজিরার সাংবাদিক বলছিলেন, ‘আমরা এমন একটি জনগোষ্ঠী নিয়ে কথা বলছি যারা এক বছরের বেশি সময় ধরে কাজের সুযোগ পাচ্ছে না। তারা খাদ্য, পানি ও স্বাস্থ্যবিধির সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল। শীত ঘনিয়ে আসায় খাবার ও আশ্রয়ের সন্ধানে হিমশিম খাচ্ছে এখানকার মানুষ।’ গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। গণহত্যামূলক এই হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।
ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
Ready to dominate the game Click here and start your adventure Lucky Cola