দেড় বছর পর জাতীয় দলে ফিরে যা বললেন নেইমার
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। এই দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র।
প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেন নেইমার। নেইমার সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। গত বছরের শেষ দিকে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তবে সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। সেখানে বেশ ছন্দে রয়েছেন তিনি। আর তাই আবারও জাতীয় দলের দরজা খুলেছে তার জন্য। কোচ দরিভালের দল ঘোষণার সংবাদ সম্মেলন টিভিতে দেখছিলেন নেইমার। সেটিরই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ফিরতে পেরে খুশি। নেইমার ফেরাতে বেশ উচ্ছ্বসিত সমর্থকরাও।
নেইমারকে নিয়ে সেলেসাও কোচ দরিভাল বলেন, ‘জাতীয় দলে নেইমারের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে যে চোট পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে, সেটি আমরা সবাই জানি। একইসঙ্গে তার দক্ষতা ও সামর্থ্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কতটা উপযুক্ত তাও অজানা নয়।’
নেইমারকে নিয়ে বেশ আশাবাদী দরিভাল। তিনি বলেন, ‘আমরা তার অপেক্ষায় ছিলাম। আমি আশা করি সেও তার এই প্রত্যাবর্তনের খুশিই হবে। আমরা এখানে তার পুরোনো সামর্থ্য ফিরে পেতে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারবো বলে আশাবাদী। আমরা অনেক বড় প্রত্যাশার ভার তার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিতে চাই না। আসন্ন কঠিন ম্যাচে ভারসাম্য তৈরি করতে চেয়েছি, আমি তাকে দলের জন্য পুরো প্রস্তুত দেখতে চাই।’
আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্তো ম্যাথিউস, এডারসন মোয়ারেস।
ডিফেন্ডার: ভেন্ডারসন, ওয়েসলি, লিও ওরটিস, দানিলো , গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিয়োস, মুরিলো, গুইলার্মে অ্যারেনা।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গারসন, জোয়েলিংটন।
ফরোয়ার্ড: নেইমার, এস্তাভো, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, স্যাভিনিও, ম্যাথিউস কুনহা।