দেশের জনগন সাথে আছে তাই শেখ হাসিনা কোন আন্দোলনই ভয় পায়না — এম,পি চঞ্চল
(মহেশপুর) প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, জ¦ালাও পড়াও আর সাধারন মানুষ হত্যা হরে আন্দোলন করা যায় না। দেশের মানুষ এখন আর বিএনপি’র আন্দোলনের ভয় পায় না। মিথ্যা গুজব রটিয়ে আন্দোলন করলে দেশের মানুষ তার দাঁদ ভাঙ্গা জবাব দেবে। দেশের মানুষ শেখ হাসিনার সাথে আছে তাই আমাদের নেত্রী শেখ হাসিনা আন্দোলনের ভয় পায় না। আন্দোলন কাকে বলে আওয়ামীলীগ তা যানে। আওয়ামীলীগের নেতা কর্মীরা রাজপথে আছে দেশে আবারও জ¦ালাও পড়াও করলে তার জবাব দেওয়া হবে।
গতকাল বুধবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়ন পরিষদ চত্তরে শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আনিচুজ্জামান টিপু, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ¦ শরীফুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, জেলা পরিষদের সাবেক সদস্য শেখ হাসেম আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান দিপু, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
পরে এলাকার গরীব-অসহাই মানুষের মাঝে খাবার বিতরণ করেন এম,পি চঞ্চল।