দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে গেল ২৭৭ মেট্রিক টন ইলিশ

Share Now..

বেনাপোল বন্দর দিয়ে পাঁচদিনে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। কয়েক দফায় ৯১টি ট্রাকে করে পাঠানো এই ইলিশ দেশের বাজারের চেয়ে কম মূল্যে রপ্তানি হচ্ছে।

গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রোববার ছয়টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং মঙ্গলবার ২৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ ভারতে যায়। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি ইলিশের মূল্য দাঁড়ায় এক হাজার ১৮০ টাকা।

বন্দর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার যশোরের বাজারে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০-৬০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম গণমাধ্যমকে বলেন, আমি যা জানি তা হলো- ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে ১০ ডলারে প্রতিকেজির রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে। এখনো সেই পরিপত্র অনুযায়ীই রপ্তানি হচ্ছে। ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *