দেশের হয়ে নিয়মিত খেলতে চাই: তাসকিন

Share Now..

দক্ষিণ আফ্রিকা সফরের কারণেই ক্যারিয়ারে প্রথমবার আইপিএলে সুযোগ পেয়েও খেলতে পারেননি তাসকিন। তবে সেই কষ্ট বুকে চেপে বসে নেই ডানহাতি এ পেসার। বরং দেশের হয়ে নিয়মিত খেলতে চান তিনি।

গতকাল বিকেলে দেশে ফিরে বিমানবন্দরে তাসকিন বলেছেন, ‘দেখেন, একজন খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলতে সবারই মন চায়, সবসময় মন চায়। যেহেতু দেশের খেলা ছিল ওই সময়, তখন কিছু করার ছিল না। দেশের হয়ে খেলার কারণেই তো আইপিএলে খেলার সুযোগ হয়েছে। ম্যান অব দ্য সিরিজ, সিরিজ জয়- ওটা পুষিয়ে দিয়েছে। এখন যদি একটা টেস্ট জিততে পারি, তাহলে সেটা আরও বেশি ভালো হবে।’

এবার আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন তাসকিন। পরে সুযোগ পেয়েও খেলতে পারেননি। আগামীতে সরাসরি দল পাওয়ার সম্ভাবনা নিয়ে ডানহাতি এ পেসার বলেছেন, ‘এটা নিয়ে আসলে আশা নেই। যদি হয় হবে, না হলে নাই। কিন্তু দেশের হয়ে নিয়মিত খেলতে চাই।’

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। টেস্টেও ইনজুরি নিয়ে বোলিং করেছেন। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়কেই বড় অর্জন মানছেন তিনি। তাসকিন বলেন, ‘এটা অন্যরকম একটা সিরিজ। সবসময় চেয়েছি, বড় দলের বিপক্ষে জয়ের পেছনে নিজের ভূমিকা রাখতে। আল্লাহর অশেষ রহমতে এবার পেরেছি এবং জয়ও পেয়েছি। তো সামনে যাতে এরকম আরও বেশি সিরিজ জয় করতে পারি, আমরা দলগতভাবে এবং আমার অবদান বেশি থাকে এটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *