দেশে ডেঙ্গুতে আরও ৫ জন আক্রান্ত

Share Now..

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৫ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৩৫ জন। এরমধ্যে ঢাকায় ২৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১০০ জন হাসপতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

One thought on “দেশে ডেঙ্গুতে আরও ৫ জন আক্রান্ত

  • February 12, 2024 at 2:31 am
    Permalink

    Alguns arquivos de fotos particulares que você exclui do telefone, mesmo que sejam excluídos permanentemente, podem ser recuperados por outras pessoas.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *