দেড় মাসের জন্য বন্ধ হচ্ছে দুবাই বিমানবন্দরের রানওয়ে
আগামী ৯ মে থেকে ৪৫ দিনের জন্য বন্ধ হচ্ছে দুবাই বিমানবন্দরের রানওয়ে। এ সময় প্রায় ১ হাজার ফ্লাইট দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল এ স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন দুবাই বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে আমিরাতের প্রভাবশালী ইংরেজী দৈনিক দ্য খালিজ টাইমস।
বিমান বন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দক্ষ অপারেশন নিশ্চিত করতেই ৯ মে থেকে ২২ জুনের মধ্যে ৪৫ দিনের জন্য বন্ধ থাকবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে।
গ্রিফিথস খালিজ টাইমসকে বলেন, বিমানবন্দরের উত্তর রানওয়ে বন্ধ থাকলেও যাত্রীদের সেবায় ত্রুটি হবে না। আমরা যাত্রীদের প্রতিটি সেবা নিশ্চিত করবো। যাত্রীরা যেনো কোন সমস্যায় মুখোমুখি না হন সে জন্য ১ হাজার ফ্লাইট দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল এ স্থানান্তরিত করা হবে বলে জানান তিনি।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পৃথিবীর তৃতীয় বৃহত্তম ব্যস্ততম বিমানবন্দর। এছাড়াও বিশ্বের ষষ্ঠ ব্যস্ততম কার্গো এয়ারপোর্ট ও এটি। ২০১৪ সালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরকে অতিক্রম করে দুবাই বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হয়।