দৈনিক নবচিত্রে খবর প্রকাশের পর অভিযানে কালীগঞ্জে দুই ডেন্টাল ক্লিনিকে ৭০ হাজার টাকা জরিমানা

Share Now..

\ নবচিত্র রিপোর্ট \
ঝিনাইদহের বহুল প্রচলিত দৈনিক নবচিত্র পত্রিকায় গত ৫ ফেব্রæয়ারি ফিরোজ ডেন্টাল ক্লিনিকে আলোচিত খবর প্রকাশিত হওয়ার পরদিন ভ্রাম্যমান আদালত ঐ ক্লিনিকসহ আরো ১ টি ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। বহুল আলোচিত সেই ফিরোজ ডেন্টালসহ দুটি দন্ত ক্লিনিকে অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের শহরের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার সেনেটারী কর্মকর্তা আলমগীর হোসেন ও পৌর বাজার কমিটির সভাপতি সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরে উপজেলা প্রশাসনের এক অভিযান চলাকালে ফিরোজ ডেন্টাল ক্লিনিক তড়িঘড়ি বন্ধ করে সটকে রক্ষা পেয়েছিল চিকিৎসক ফিরোজ হোসেন। অভিযান পরিচালনাকারী ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, কালীগঞ্জে বিভিন্ন দন্ত ক্লিনিকে অপচিকিৎসার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতেই তারা দুপুর ১ টার দিকে শহরের মধুগঞ্জ বাজারে ছন্দা সিনেমা হল মার্কেটে ফিরোজ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ওই ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ, মূল্য তালিকা ও প্রতিদিন ডাক্তার না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করেন। তবে, অভিযানকালে ওই ক্লিনিকের মালিক কথিত দন্ত চিকিৎসক ফিরোজ হোসেনকে পাওয়া যায়না। অভিযান টিম তাকে ফোন দিয়েও পাননি। তবে, এ সময় ক্লিনিকটিতে তার সহকারী জামাল হোসেন নামে এক ব্যাক্তি রোগীদের দেখভাল করছিলেন। এরপর অনুরুপ ভাবে ওই মার্কেটেই অবস্থিত ঢাকা ডেন্টাল ক্লিনিকে আরো একটি অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, ফিরোজ ডেন্টালের চিকিৎসক ফিরোজ হোসেনের বিরুদ্ধে অপচিকিৎসাসহ নারী কেলেংকারীরও অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত ভুক্তভোগী এক নারীর অভিযোগ নিয়ে গত রোববার জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। পরে, ওই অভিযানের বিষয়ে জানতে ফিরোজ ডেন্টাল ক্লিনিকের মালিক ফিরোজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *