দোহানা‌গিরাট তা‌লিমুল কুরআন হা‌ফে‌জিয়া মাদ্রাসার বা‌র্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Share Now..

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতি‌নি‌ধি:ঝিনাইদহের শৈলকুপা উপ‌জেলার দোহানা‌গিরাট তা‌লিমুল কুরআন হা‌ফে‌জিয়া মাদ্রাসার বা‌র্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃ‌তিক অনুষ্ঠান এক উৎসব মুখর পরিবেশে অন‌ুষ্ঠিত হয়েছে। এ উপল‌ক্ষ্যে বুধবার বেলা তিনটায় এক আ‌লোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়াম‌্যান এম হা‌কিম আহ‌মেদ,বিশেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ‌ছি‌লেন পল্লী বিদ‌্যু‌ত শৈলকুপা জোনাল অফিসের ডি‌জিএম মিজানুর রহমান ,ইউ‌পি চেয়ারম‌্যান শ‌ফিকুল ইসলাম শিমুল.শৈলকুপা পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি গোলাম রসুল পান্না প্রমুখ , এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ,সাবেক স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী নওরোজ, সভাপতি জুয়েল পারভেজ কর্ণেল, ইউপি সদস্য আবু বকর মিন্টু মিয়া ও আঃ সালাম মিন্ট ও এলাকার সুশীল সমাজের একাংশসহ মাদরাসার ছাত্রছাত্রীরা। সভাপ‌তিত্ব ক‌রেন আব্দুস সবুর বিশ্বাস।
। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজের প্রভাষক ও অত্র মাদরাসার কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জুয়েল হোসেন।
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারী মাসে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পেয়েছে।

One thought on “দোহানা‌গিরাট তা‌লিমুল কুরআন হা‌ফে‌জিয়া মাদ্রাসার বা‌র্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *