দ্বিতীয় সন্তানের মা হলেন নেহা ধুপিয়া
পুত্রসন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া। রবিবার সোশ্যাল মিডিয়ায় সুসংবাদ জানান তার স্বামী অঙ্গদ বেদি। নেহা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন। উল্লেখ্য, এর আগে কন্যাসন্তানের মা হয়েছিলেন নেহা।২০০২ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন নেহা ধুপিয়া৷ তারপরই হিন্দি ছবির জগতে যাত্রা শুরু৷ অভিনয়ের ফাঁকে মন দেওয়া-নেওয়ার পালাও সেরে ফেলেন তিনি৷ ২০১৮ সালে জীবনসঙ্গী হিসাবে বেছে নেন কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অভিনেতা অঙ্গদ বেদিকে৷ বিয়ের কয়েক মাস পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে অন্তঃসত্ত্বা নেহার একের পর এক ছবি।এ খবর প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় বেশ চর্চায় চলে আসেন নেহা। কারণ, নেটিজেনদের অনেকেই মনে করেন বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ধুপিয়া। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সেকথা মেনেও নিয়েছিলেন অঙ্গদ বেদি৷ তারই মাঝে ২০১৮ সালের ১৮ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন নেহা। রবিবারই মা হলেন তিনি। এবার পুত্রসন্তানের জন্ম দিলেন নেহা। কাকতালীয়ভাবে তিন বছর আগে রবিবারই কন্যাসন্তানের মা হয়েছিলেন তিনি। অঙ্গদ বেদি সোশ্যাল মিডিয়ায় সেকথা শেয়ার করেন।