দ্রব্যমূল্য বৃদ্ধিরোধসহ ৪ দাবিতে রাজধানীতে তরকারি মিছিল

Share Now..

দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে দুর্নীতি-চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে সুপরিকল্পিত পদক্ষেপসহ ৪ দফা দাবিতে রাজধানীতে প্রতীকী তরকারি মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ এনডিবির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, শাহনাজ সাথী, মনোয়ারা বেগম প্রমুখ। এ সময় ৪ দফা দাবি উপস্থাপন করে মোমিন মেহেদী বলেন, ৬৪ জেলায় ভোক্তা অধিকার রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে, চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, দেশের ৬৪ জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সরকারিভাবে ক্রয় করে আড়তদারদের মাধ্যমে খুচরা বাজারেও নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং সব বাজারে-সুপারশপে দ্রব্যমূল্য তালিকা স্থাপন ও তদারকি করতে হবে।

এ সময় নেতারা আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে দুর্নীতি-চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে সুপরিকল্পিত পদক্ষেপসহ ৪ দফা দাবিতে তরকারি মিছিল ও সমাবেশ থেকে হুঁশিয়ারি দিচ্ছি- যদি দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হন, তাহলে তার ফলাফল হবে বিগত সরকারের মতো। পালানোর পথ তৈরি করতে না চাইলে দ্রব্যমূল্য কমাতে জরুরি পদক্ষেপ নিন।

2 thoughts on “দ্রব্যমূল্য বৃদ্ধিরোধসহ ৪ দাবিতে রাজধানীতে তরকারি মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *