ধবলধোলাইয়ের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ

Share Now..

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। হতাশার সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ।

তিন ম্যাচের তিন ইনিংসেই ফিফটি করেছেন মাহমুদুল্লাহ। ৩ ইনিংসে দু’বার অপরাজিত থেকে ১৯৬ গড়ে ১৯৬ রান করেছেন তিনি। প্রথম ম্যাচে অপরাজিত ৫০, দ্বিতীয়টিতে ৬২ এবং শেষ ম্যাচে অনবদ্য ৮৪ রান করেন এই ডান-হাতি ব্যাটার। সিরিজে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড ও কেসি কার্টি। সিরিজসেরা রাদারফোর্ড ১টি সেঞ্চুরিতে ১৬৭ রান করেন। প্রথম ম্যাচে ১১৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন রাদারফোর্ড। ১টি ফিফটিতে ১৬১ রান করেন কার্টি।

চতুর্থ সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩ ইনিংসে ২টি ফিফটিতে ১৫২ রান করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *