ধর্ষণ ইতালিতে, ব্রাজিলে জেল খাটবেন রবিনহো

Share Now..

কিছু দিন আগেই ধর্ষণের দায়ে শাস্তি পেয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। এবার সেই ধর্ষণে দায়ে জেল খাটতে যাচ্ছেন আরেক ব্রাজিলিয়ান রবিনহো। ইতালিতে করা ধর্ষণের জন্য কারাদণ্ড ভোগ করতে হবে ব্রাজিলে।

রবিনহো ধর্ষণের কাণ্ড ঘটিয়েছিলেন ইতালি। প্রথমে রবিনহোর নয় বছরের কারাদণ্ড দেয় ইতালির আদালত। পরে বুধবার (২০ মার্চ) সেই রায় বহাল রেখেছে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার আদালত।

আদালতের রায়ে বলা হয়েছে, অবিলম্বে রবিনহোর সাজার মেয়াদ শুরু করতে হবে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রবিনহোর আইনজীবী জোসে আলকমিন। তবে এখনই হাল ছাড়ছেন না তারা। সাংবাদিকদের আলকমিন জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

রবিনহো ধর্ষণের কাণ্ড ঘটান ২০১৩ সালে এসি মিলান ক্লাবে থাকাকালীন। ইতালির উত্তরাঞ্চলের শহর মিলানের একটি নাইট ক্লাবে ২৩তম জন্মদিন পালন করছিলেন আলবেনীয় বংশোদ্ভূত এক নারী। সেখানেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। তাতে জড়িত ছিলেন রবিনহো ও তার বন্ধু রিকার্ডো ফ্যালকো। তারা সহ মোট ছয়জন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

পরে ২০১৭ সালে অভিযোগ প্রমাণ হওয়ায় ৯ বছরের জেল দেওয়া হয় রবিনহোকে। তখন জেলের শাস্তি এড়াতে ইতালিতে গিয়ে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এরপর ২০২০ সালে ব্রাজিলে থেকেই আপিল করেন এই ব্রাজিলিয়ান। তবে তাতে কোনো লাভ হয়নি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *