ধৈর্য ধরতে অনুরোধ সাকিবের
দুই ম্যাচেই এবারে শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। প্রথম ম্যাচে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে হার। এরপর গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয় সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংদের ওপর বেজায় ক্ষুব্ধ হয়েছেন সাকিব। তবে ম্যাচ হারার পর তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। গত মাসে বাংলাদেশের টি-২০ তে অধিনায়কের দায়িত্ব নেন সাকিব। আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের ডেথ-ওভার বোলিং উদ্বেগের বিষয় হয়ে আছে। তবে সাকিব এতে পরিবর্তনের আশাবাদী।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ হারার পর সাকিব বলেন, এই দুটি ম্যাচ দিয়ে আমি টি-টোয়েন্টি অধিনায়কত্বে ফিরেছি। আমরা যখন একটি নতুন শুরু করি তখন আমাদের মনে অনেক কিছু থাকে।
তিনি আরও বলেন, আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা ধীরে ধীরে আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই।
সাকিব আরও বলেন, অস্ট্রেলিয়ার মতো জায়গায় আমাদের আসলে পেস বোলারদের ওপর অনেক বেশি নির্ভর করতে হবে। আশা করি, বিশ্বকাপ আসতে আসতে আমরা ওরকম বোলার পাব, যারা আমাদের ১২ থেকে ১৩ ওভার প্রতি ম্যাচেই দিতে পারবে।
বিশ্বকাপের ঠিক আগে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। নিউ জিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে সেই আসরে ফাইনালে না উঠলেও সেখানে চারটি ম্যাচ পাবে দল। সাকিবের আশা, সেই টুর্নামেন্টের পর বিশ্বকাপের জন্য তৈরি হয়ে যাবেন পেসাররা।