ধৈর্য ধরার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Share Now..

চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় জড়িতদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে কোনো ফাঁদে পা না দিতে আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলা হয়।অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। এ ছাড়া দেশে চলমান অস্থিতিশীলতার দায় নিয়ে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে ত্বরিতগতিতে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

চট্টগ্রামের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া পোস্টে বলা হয়, ‘সারা দেশের সম্মানিত আলেম- ওলামাসহ সাধারণ জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি আমরা। কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না আমরা। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরই। চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় যারা জড়িত, তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *