নটআউট বিতর্ক নিয়ে যা বললেন সৌম্য

Share Now..

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের নটআউট নিয়ে তৈরি হয় বিতর্ক। প্রথমে আম্পায়ার আউট হলেও পরে থার্ড আম্পায়ার সেই সিদ্ধান্ত বদলে সৌম্যকে নটআউট দেন। ম্যাচ শেষে নটআউট বিতর্ক নিয়ে কথা বলেছেন সৌম্য।

বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন মাদুশঙ্কা। এই ওভারের প্রথম বলে শর্ট লেংথের বল পেয়ে পুল করেন সৌম্য। তবে ব্যাটে-বলে সংযোগ না হওয়ায় বল উইকেটরক্ষক কুসাল মেন্ডিসের হাতে চলে যায়। লঙ্কান বোলার তখন আবেদন করেন আউটের আর তাতে সাড়া আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার গাজী সোহেল।

তবে এই সিদ্ধান্তের দ্বিমত পোষণ করে সৌম্য আউটের বিপক্ষে রিভিউ নেন। আলট্রা-এজে দেখা গেছে স্পাইক। কিন্তু টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘গ্যাপ’ দেখা যাওয়ায় নট আউট ঘোষণা দেন অর্থাৎ সৌম্য সফল রিভিউ নিয়েছে। কিন্তু এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা দল। আম্পায়ার শরফুদ্দৌলাকে ঘিরে ধরেন লঙ্কান ক্রিকেটাররা।

ম্যাচে শেষে এ নিয়ে সৌম্য বলেন, ‘যখনই আম্পায়ার আউট দিয়েছে আমি সরাসরি রিভিউ নিয়েছি কারণ আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তো কোনো একটা আওয়াজ আসছিল। হয়ত চেইন বা হেলমেট থেকে। ব্যাটের সাথে গ্যাপ ছিল। আমি যখন চলে আসছিলাম বড় পর্দায় দেখেছিলাম তো বুঝতে পারি নাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম দেখে লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে রিভিউ নেওয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *