নতুন অতিথির অপেক্ষায় লরেন্স দম্পতি
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও দারুণ সময় পার করছেন একাডেমি পুরস্কার বিজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। জানা গেছে, প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। আর এ নিয়েই বেশ উচ্ছ্বসিত লরেন্স ও তার স্বামী কুক ম্যারোনি। তবে এখন পর্যন্ত তাদের সন্তানের আগমনের তারিখ ও ছেলে নাকি মেয়ে সে সম্পর্কে কিছু জানাননি এই দম্পতি।
জেনিফার বলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের অপেক্ষায় আছি। সবাই আশীর্বাদ করবেন যেন নতুন অতিথিকে আনন্দের সঙ্গে স্বাগত জানাতে পারি।’
উল্লেখ্য, ২০১৮ সালে জেনিফার ও কুকের সম্পর্ক প্রকাশ্যে আসে এবং ২০১৯ সালে কাছের বন্ধু-বান্ধবকে আমন্ত্রণ জানিয়ে বিয়ে করেন তারা। সেই তালিকায় ছিলেন অ্যাডেলে, অ্যামি শুমার, ক্রিস জেনার, এমা স্টোনসহ নামিদামী সব তারকা। সে সময় জেনিফার বলেছিলেন, কুকের মতোই কাউকে জীবনসঙ্গী হিসেবে স্বপ্ন দেখতে তিনি। অবশেষে সেই আশা পূরণ হলো! এমনকি সে সময় কুককে সবচেয়ে ভালো মানুষ হিসেবেও অভিহিত করেন জেনিফার লরেন্স।