নতুন আদলে সাজাতে চান দ্রাবিড়

Share Now..


টি-২০ বিশ্বকাপের মঞ্চে এখনও আছে ভারত। কোচ রবি শাস্ত্রীর চাকরির মেয়াদ না বাড়িয়ে নতুন কোচ রাহুল দ্রাবিড়ের হাতে তুলে দিয়েছে দুই আগে। দ্রাবিড় অনেক আগে থেকেই ভারত নিয়ে ভাবছেন। বিরাট কোহলির পর সীমিত ওভারের ক্রিকেটে ভারত অধিনায়কের আর্মব্যান্ড রোহিত শর্মার হাতেই ওঠা উচিত। ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়ের প্রথম পছন্দ অন্তত তেমনটাই।

ভারতের সংবাদ মাধ্যমের খবর, কোচ হওয়ার পর সাক্ষাতকারে এই প্রশ্ন করা হয়েছিল তাকে। জবাবে সোজাসাপ্টা রোহিতের নাম উল্লেখ করেন দ্রাবিড়। সাদা বলের ক্রিকেটে হিটম্যানের অভিজ্ঞতা দলের কাজে আসবে বলে মনে হয়েছে দ্রাবিড়ের। তার দ্বিতীয় পছন্দ লোকেশ রাহুল। আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপের পরই ২০ ওভারের ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন কোহলি। তবে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে তিনি অধিনায়কত্ব চালিয়ে যেতে চান। তাই দ্রুত টি-২০ দলের নেতা বেছে নিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কারণ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে ১৭ নভেম্বর।

কোহলিদের ‘হেডস্যার’ হিসেবে সেটাই দ্রাবিড়ের প্রথম চ্যালেঞ্জ। সম্ভবত সেটা মাথায় রেখেই সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে অধিনায়ক নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল দ্রাবিড়কে। তার কথা যা মনে হচ্ছে, শুধুমাত্র টি-২০ নয়, ওয়ানডে ম্যাচের জন্যও নতুন অধিনায়ক বেছে নিতে চাইছে বোর্ড। মোদ্দা কথা, সাদা বলের ক্রিকেটে কোহলির উপর আর ভরসা রাখতে পারছে না তারা। তাই দ্রাবিড়ের পছন্দকে গুরুত্ব দিয়ে রোহিতের হাতেই তুলে দেওয়া হতে পারে সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব।
দ্রাবিড় তার পরিকল্পনা নিয়ে কিভাবে এগিয়ে যেতে চান তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ দেখিয়েছেন। তাতে আগামী দিনে জাতীয় ক্রিকেট একাডেমীর সম্পর্কেও পরিকল্পনা দিয়েছেন। জাতীয় দলের সঙ্গে একাডেমী কীভাবে যোগসূত্র বজায় রাখবে, সেই রূপরেখাও তুলে ধরেন। এছাড়া ইন্টারভিউয়ে ক্রিকেটারদের ওয়ার্কলোড কমানোর কথাও বলেন তিনি। একই সঙ্গে পরবর্তী ক্রিকেট প্রজন্মকে তুলে আনার ক্ষেত্রেও বাড়তি উদ্যোগ গ্রহণের প্রেসক্রিপশন দিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী। ভারতীয় ক্রিকেটকে নতুন আদলে সাজাতে চান দ্রাবিড়। প্রধান কোচের পদে একমাত্র দ্রাবিড়ই আবেদন করেছিলেন। বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি দ্রাবিড়কে নিয়োগ দেয়। কিন্তু এখনও তার সাপোর্ট স্টাফ নেয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *