নতুন করে সালমান শাহের গান গাইলেন পড়শী
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল (৬ সেপ্টেম্বর)। ঠিক এই দিনে নতুন করে অবমুক্ত হবে তার ছবির একটি গান। যা নতুনভাবে গেয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গানটি হলো, ‘সাথী তুমি আমার জীবনে’। সালমানের ‘চাওয়া থেকে পাওয়া’ ছবিতে এটি ব্যবহৃত হয়েছিল।
‘সাথী তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। এর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের।
গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। গত শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় এর ভিডিও ধারণ চলছে। গানটি আগামী ৬ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে ইউটিউবে অবমুক্ত হবে।
পড়শী বলেন, ‘আমি সালমান শাহের ভক্ত। যখন থেকে তাকে জানতে শিখেছি, তার সিনেমা দেখেছি, তখন থেকেই আমি ভক্ত। এর আগে একবার মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে তার ছবির গান গেয়েছিলাম। এবার রেকর্ডিং করলাম। খুবই ভালো লাগছে। আজ আমরা এর ভিডিও শুট করছি।’
উল্লেখ্য, ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল সুপারহিট ছবি ‘চাওয়া থেকে পাওয়া’। এম এম সরকার পরিচালিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। এটি সালমান শাহ’র মৃত্যুর পর মুক্তি পায়।