নতুন খবরে চঞ্চল চৌধুরী
নাটক, ওয়েব সিরিজ, সিনেমা যেকোনো মাধ্যমে অভিনেতা চঞ্চল চৌধুরী মানেই দর্শকদের কাছে বাড়তি উন্মাদনা। তাছাড়া প্রতিটি কাজে ভিন্ন ভিন্ন চঞ্চলের উপস্থিতি আর অভিনয় মুগ্ধ করে সবাইকে। গুণী এই অভিনেতা বর্তমানে দুই বাংলায় সমানতালে নিজের মুন্সিয়ানা দেখিয়ে যাচ্ছেন।
এর ভেতর দেশের গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ হয়েছে, ‘পরাণ’ খ্যাত পরিচালক রায়হান রাফি ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করছেন আলোচিত সিনেমা তুফান। যেখানে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। শুধু তাই নয়, বরাবরের মতো এই সিনেমাতেও নিজেকে ভাঙছেন তিনি। তুফানে ভিলেন রূপে হাজির হবেন এই অভিনেতা।
এরইমধ্যে নাকি চঞ্চলের সঙ্গে এ বিষয়ে সকল আলাপ-আলোচনা সম্পন্ন হয়েছে। যদিও এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ‘তুফান’ সিনেমার সংশ্লিষ্টদের কাছ থেকে। অন্যদিকে চঞ্চল বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গেছেন তিনি। তাই বিষয়টি নিয়ে তার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, তুফান সিনেমাটি নিয়ে ঈদুল আজহায় পর্দায় আসবেন সুপারস্টার শাকিব খান। বর্তমানে তিনি সিনেমাটির শুটিংয়ে ভারতে অবস্থান করছেন।
জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হচ্ছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। খলনায়ক হিসেবে শোনা গিয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের নামও। কিন্তু নির্মাতা ও প্রযোজক সকলেই শুরু থেকে বিষয়গুলো আড়ালে রাখতে চাইছেন। সেই জায়গা থেকে চঞ্চলের অভিনয়ের খবর আদৌ শতভাগ সত্য, নাকি গুঞ্জনে বন্দি থাকবে সেটা হয়তো শিগগিরই জানা যাবে।