নতুন বছরে ঐক্যের ডাক জার্মান চ্যান্সেলরের
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে জার্মানির জন্য কঠিন পরীক্ষা হিসেবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।জ্বালানি সংকট নিয়ে জনগণ যে ধৈর্য্যের পরিচয় দিয়েছেন তার প্রশংসা করে তিনি বলেছেন, জার্মানিকে এ বিষয়ে কেউ আর ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না।
নতুন বছরের বার্তায় চ্যান্সেলর ওলাফ শলৎস জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ২০২২ সালে তারা যে ধৈর্য্য, শক্তি আর আস্থার পরিচয় দিয়েছেন ২০২৩ এও যেনো তা অব্যাহত থাকে।
আজ রাতে বর্ষবরণের প্রাক্কালে টেলিভিশনগুলোতে তার সম্পূর্ণ ভাষণ প্রচার করা হবে। তবে ডয়েচে ভেলের হাতে তার লিখিত বক্তব্য চলে আসায় তা প্রকাশ করা হলো।
২০২২ সালকে ‘কঠিন বছর’ হিসেবে উল্লেখ করেছেন শলৎস। তবে তার দেশের ভবিষ্যতকে সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। আগামী বছরে জার্মানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শলৎস।
‘ইউক্রেনের মানুষদের প্রতি সমব্যথী’
শলৎসের বার্তার মূল বক্তব্য ছিলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে। তিনি বলেছেন, ‘‘অনেকেই যুদ্ধ নিয়ে চিন্তিত। আমাদের পূর্ণ সমবেদনা আছে ইউক্রেনের মানুষের প্রতি। বছরের শেষ দিনেও রাশিয়া সেখানকার মানুষের উপর বোমা এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছে।”
কিন্তু জার্মানির সহায়তায় ইউক্রেনীয়রা নিজেদের মাতৃভূমি রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতেও জার্মানি এই সহায়তা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
এই যুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো আগের চেয়েও অনেক ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে জার্মানিতে আশ্রয় নিয়েছে ১০ লাখেরও বেশি ইউক্রেনের শরণার্থী।
Power up your gaming—unlock exclusive features today Lucky Cola