নববর্ষের বার্তা দিলেন চীনা রাষ্ট্রদূত

Share Now..


বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। দ্য বেল্ট অ্যান্ড রোড ম্যাগাজিনের বসন্ত উৎসবের বিশেষ সংখ্যা প্রকাশের বিষয়েও তিনি আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চীনা বসন্ত উৎসবের বিশেষ উপলক্ষে আমি বাংলাদেশে চীনের দূতাবাসের পক্ষ থেকে চীনা নাগরিক, প্রতিষ্ঠানকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। ইয়াও ওয়েন বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য নেতৃত্বে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব দ্রুত ও স্থিরভাবে বিকশিত হচ্ছে। তিনি জানান, পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা হয়েছে, উন্নয়ন কৌশল সমন্বিত করা হয়েছে, এবং সকল ক্ষেত্রে সহযোগিতা উন্নীত করা হয়েছে। উভয় পক্ষই মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে একে অপরকে বোঝে, সমর্থন করে এবং যৌথভাবে আন্তর্জাতিক ন্যায়বিচার এবং বাস্তব বহুপাক্ষিকটাকে সমর্থন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *