নবাগত ইউএনও,র সাথে শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

Share Now..

শৈলকুপা(ঝিনাইদহ) সংবাদদাতা ঃ

ঝিনাইদহের শৈলকুপায় সংবাদ কর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটায় ইউএনও অফিস কার্যালয়ে শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময়কালে শৈলকুপার সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন,শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা( দৈনিক গ্রামের কাগজ), সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ (দৈনিক আমাদের সময়), সহ-সভাপতি মফিজুল ইসলাম(দৈনিক নয়াদিগন্ত ও লোকসমাজ ), সহ-সভাপতি শামিম বিন সাত্তার( সম্পাদক সাপ্তাহিক ডাকুয়া), নির্বাহী সদস্য তাজনুর রহমান( সমকাল) , আব্দুর রহমান মিল্টন( এখন টিভি), আব্দুল ওহাব(দৈনিক সহ-সাধারণ তুহিন জোয়ার্দ্দার( সময়ের কাগজ), সাংগঠনিক সম্পাদক আব্দুল জাব্বার( আমার সংবাদ), দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ( মানবজমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক চঞ্চল মাহমুদ( দৈনিক খবরপত্র), সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সম্রাট হোসেন(দৈনিক খুলনাঞ্জল),শেখ ইমন(৭১ বাংলা), মিরাজুল ইসলাম( দৈনিক দেহেরপুর), আলিমুজ্জামান(গড়ব বাংলাদেশ)। এ সময় তিনি সাংবাদিকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকরা তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।

One thought on “নবাগত ইউএনও,র সাথে শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *