নবাগত ইউএনও সাদিয়া জেরিনকে ফুলের শুভেচ্ছা জানান কালীগঞ্জ ভূমি অফিস
স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সদ্য যোগদানকৃত ইউএনও সাদিয়া জেরিনকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত অভিনন্দন জানিয়েছেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগণ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকারের নেতৃত্বে তার দপ্তরের সকল নায়েবগন ইউএনওকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় এক সৌজন্য সাক্ষাতে ভূমি অফিসের নায়েবদের উদ্দেশ্য ইউএনও সাদিয়া জেরিন বলেন, আপনারা সৎ নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করবেন। বর্তমান সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যলয়ে করছে। তিনি সরকারের সুনাম নষ্ট বা জনগণ ভোগান্তী হয় এমন কোন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য নায়েবদের প্রতি আহব্বান জানান। এছাড়াও ন্যায় ও সততার সাথে দ্বায়িত্ব পালনকালে যে কোন সমস্যায় তিনি নায়েবদের পাশে থাকারও আশ্বাস প্রদান করেন। এ সৌজন্য সাক্ষাতকালে উপস্তিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাল আল মাসুম, পৌর ভূমি অফিসের নায়েব জাকির হোসেন, ইউনিয়ন ভূমি অফিসের হারুন অর রশিদ, তাপস ব্যানার্জি, শংকর বিশ্বাস, সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ, খোকন কুমার, তপু রায়হান ও পংকজ বিশ্বাস সহ অন্নান্য নায়েবগণ।