নরপশুরা সেদিন জাতির পিতাকেই হত্যা করেনি,পুরো জাতিকেই হত্যা করেছে – এম,পি চঞ্চল
মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন,৭৫ এর ১৫ আগষ্ট নরপশুরা সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেনি তারা সেদিন পুরা বাঙ্গালী জাতিকেই হত্যা করেছে। ঘাতকরা চেয়েছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শ’পরিবারকে হত্যা করে দেশকে তাদের স্বর্গরাজ্যে নরক বানাবে। কিন্তু সেই ঘাতকরা তা পারেনি। আর পারেনি বলেই দেশে ও বিদেশের মাটিতে বসে একের পর এর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে হলে আপনারা আবার নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি করতে হবে।
গতকাল শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্তরে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়া, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম মনির, উপজেলা যুবলীগের সভাপতি কাজি আতিয়ার রহমান আতি,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম,এ আসাদ, আমিনুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান জিয়া,হারুন আর রশিদ, জেলা ছাত্রলীগ নেতা নিয়ামুল হত সজল প্রমুখ।
পরে এলাকার গরীব-অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম, শফিকুল আজম খান চঞ্চল।