নাইক্ষ‍্যংছড়ির তুমব্রুতে অভিযানে কোটি টাকার ক্রিস্টাল‌ মেথ উদ্ধার 

Share Now..

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল‌ মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে তুমব্রুর চিকন পাতা বাগানের পাহাড় থেকে এ মাদক উদ্ধার হয়।

৩৪ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকীর নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রুর বিওপির বিশেষ টহল দল এই অভিযান চালায়। এ সময় এক কেজি ক্রিস্টাল‌ মেথ উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এই সময় বিজিবির অভিযানের খবর পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।  লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, উদ্ধার মাদকদ্রব্য সীমান্তের পাচারকারীরা অবৈধভাবে পাশ্ববর্তী মিয়ানমার থেকে এনে দেশের অন্যত্র পাচারের চেষ্টা করেছিল। বিজিবির অভিযান ও কঠোরতায় মাদক পাচারকারীগণ সফল হতে পারেনি।

One thought on “নাইক্ষ‍্যংছড়ির তুমব্রুতে অভিযানে কোটি টাকার ক্রিস্টাল‌ মেথ উদ্ধার 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *