নাগরিক অধিকার ক্ষুন্ন করে এমন যে কোন অন্যায় পদক্ষেপ সরকার প্রতিহত করবে— অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, নাগরিক অধিকার ক্ষুন্ন করে এমন যে কোন অন্যায় পদক্ষেপ সরকার প্রতিহত করবে। শহীদ আবু সাঈদ-মুগ্ধসহ শতশত ছাত্রজনতা যে দাবী নিয়ে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাদের নাগরিক অধিকার আদায়ে এ সরকার বদ্ধপরিকর। মুগ্ধদের স্বপ্ন ও আন্দোলন সরকার বৃথা যেতে দেবে না। নবাগত অ্যাটর্নি জেনারেল শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে পিতার মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি সমাজে বিশৃংখলা সৃষ্টি করে এমন কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, রাষ্ট্র বিরোধী যে কোন ধরণের পদক্ষেপ তার সরকার যথাযথ ভাবে প্রতিহত করবে। ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট ও তথ্য প্রযুক্তি আইন সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই সরকার। ফলে নিশ্চয় জনগণের চাওয়া পাওয়াকে বর্তমান সরকার প্রধান্য দিবেন। নিজের অবস্থান ব্যক্ত করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য যা যা করার দরকার তিনি তাই করবেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে ঝিনাইদহে পৌছালে ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকরা তাকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের নবনিবর্িাচিত সভাপতি আসিফ কাজল, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, সাদ্দাম হোসেন ও কামরুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। দুপুরে তিনি নিজ গ্রামে পৌছালে আত্মীয় স্বজন ও শত শত গ্রামবাসি তাকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *