নাচার সময় ২৫ ফিট নিচে পড়ে গেলেন বর-কনেসহ ৩৯ অতিথি 

Share Now..

বিয়ের অনুষ্ঠান চলছিল। চারিদিকে অতিথির সরগম। গানের তালে অনেকেই নাচছিলেন, আনন্দে আত্মহারা। তবে এরমধ্যেই নাচার ওই ফ্লোর ধসে পড়ে যায়। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফ্লোর থেকে অন্তত ৩৯ অতিথি ২৫ ফিট নিচে পড়ে যায়। ইতালিতে ঘটেছে এ ঘটনা। 

এ ঘটনায় বিয়ের দিন অতিথিদের কাটাতে হয়েছে হাসপাতালে। বর পাওলো মুগনাইনি এবং ইতালি-আমেরিকান কনে ভ্যালেরিয়া (২৬) তাদের বিয়েতে অন্তত ১৫০ জনকে নিমন্ত্রণ জানান। 

পাওলো চিকিৎসকদের বলেন, সবাই অনুষ্ঠান উপভোগ করছিলেন, আনন্দে ছিলেন। কিন্তু এরপরেই এক অন্ধকার জায়গায় আমি নিজেকে খুঁজে পাই। এরপরে দেখি অনেকে আমার ওপর পড়ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে এবং আরও ১০ জন মাঝারি আহত হয়েছেন। তাদের সবাইকে ইতালি পিস্তোয়ায় সান জ্যাকোপো হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। সবার অবস্থা স্থিতিশীল। 

বিয়ের অনুষ্ঠানের ভেন্যুর মালিক স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, তারা বুঝতে পারছেন না কীভাবে এ ধসের ঘটনা ঘটল। তারা এ ঘটনাকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেছেন। 

708 thoughts on “নাচার সময় ২৫ ফিট নিচে পড়ে গেলেন বর-কনেসহ ৩৯ অতিথি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *