নাটোরে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা শুরু

Share Now..

নাটোরে শুরু হয়েছে ৩ দিনের আঞ্চলিক ইজতেমায়। আজ বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শহরের তেবাড়িয়া মারকাজ জামে মসজিদ সংলগ্ন ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামীকাল শনিবার দুপুর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।

প্রতি বছরের মতো এবারও জেলার আশপাশের ৭ থেকে ৮ হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। এছাড়া ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ থেকে ২৫ জন মেহমান ইজতেমায় অংশ নিচ্ছেন।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, তিন দিনের এ ইজতেমায় ৯টি খিত্তায় প্রায় কয়েক হাজার তাবলীগ জামায়াতের মুসল্লির সমাগম হবে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে আইন-শৃংখলার সদস্যরা রয়েছেন। মাঠে আগতদের সাহায্যে ২০০ স্বেচ্ছাসেবক ছাড়াও সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে মেডিকেল সেন্টার বসানো হয়েছে। যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় রয়েছেন ফায়ার সার্ভিস সদস্যরা।দায়িত্ব পালন করছেন।

আয়োজক কমিটির সদস্য শাহাদৎ হোসেন পাপ্পু বলেন, ফজরের নামাজের মধ্য দিয়ে নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *