নাফ নদী থেকে ১ বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় নাফ নদী থেকে স্থানীয় এক নাগরিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।উদ্ধারকৃত মরদেহটি পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে ছৈয়দুল বশর(১৯) বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর পাঁচজন বাংলাদেশি নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হাতের বাহু ও ঘাড়ে গুলি করে হত্যা করা হয়। পরে লাশটি নাফ নদীতে ভাসিয়ে দিলে স্থানীয়রা আজ সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে উদ্ধার করে।
এ ব্যাপারে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন, স্থানীয়দের খবরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Challenge your friends in the best online games! Lucky Cola