নারায়ণগঞ্জে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Share Now..
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন আক্তার নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) সকালে থানার জালকুঁড়ি তালতলা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শারমিন আক্তার ওই এলাকার আশরাফ দেওয়ানের মেয়ে। নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে এলাকার একটি মাজারে ওরস অনুষ্ঠানে যায় শারমিন। বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা ছিনতাই অথবা অন্য কোনো উদ্দেশ্যে তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। শুক্রবার সকালে বালুর মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Where dreams become pixels and pixels become victories. Join us on our online gaming journey! Lodibet
Get ready for non-stop action and adventure – start playing now! Lucky cola
Experience the best graphics and gameplay in our online games! Lucky Cola