নারী দিবসে অন্যরকম প্রতিবাদ!

Share Now..

অদ্ভুত টিপের মুখছবি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করছেন দেশের শীর্ষ নারী তারকারা। ক’দিন ধরে কপালের টিপটাকে সরিয়ে এদিক-ওদিক করে পরছেন তারকারা। বাস্তবে না হলেও, সেটি প্রকাশ পাচ্ছে সোশ্যাল হ্যান্ডেলে। অনেকে আবার সেটি প্রকাশের জন্য বেছে নিলেন ফটোশপ প্রযুক্তিও। সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দিচ্ছেন।

মূলত তা নারী দিবসকে (৮ মার্চ) সামনে রেখে নারী নির্যাতন প্রতিরোধে জনমত গড়ে তোলার লক্ষ্যে। ৩ মার্চ এই প্রতিবাদে শামিল হওয়ার জন্য ফেসবুকে নিজের ওয়ালে একটি পোস্ট করে আহ্বান জানান নাট্যজন সারা যাকের। যেখানে তিনি নিজেও একটি ‘অড ডট সেলফি’ প্রকাশ করেন। সঙ্গে ছবিটি তোলার একটি টিউটোরিয়ালও দেন। এর আগে-পরে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন জয়া আহসান, জাকিয়া বারী মম, নুসরাত ইমরোজ তিশা, মাসুমা রহমান নাবিলা, মিথিলা, সারাহ আলমের মতো অভিনয়শিল্পীরা। তারা সকলেই নিজ নিজ ফেসবুক হ্যান্ডেলে একটি সেলফি পোস্ট করেছেন। জয়া আহসান জানান, চুপ না থেকে কথা বললেই কেবল সম্ভব এইসব সহিংসতা বন্ধ করা। আর তাই, নারী নির্যাতনের প্রতিবাদ হিসেবে ‘অড ডট সেলফি’; যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের টিপ।

এই ক্যাম্পেইনের পেছনে রয়েছে অভিনেত্রী সারা যাকের তথা বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান রেডিও স্বাধীন ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন।

অভিনেত্রী জাকিয়া বারী মম’র বার্তা এরকম—‘প্রতি বছর নারীর প্রতি সহিংসতা যেন বেড়েই চলেছে! এখন আর নীরব থাকার সময় নেই। এখন প্রতিবাদ জানানোর সময়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *