নারী দিবসে ‘দীপ্ত প্লে’তে নতুন ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’
এমএলএম প্রতারণার শিকার তিন তারকা। তাদের জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদ র্নিমিত ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা।
ওয়েব ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও লি.। পরিচালক ফরহাদ আহমেদ বলেন, ‘আমাদের দেশে কয়েকদিন পর পরই বড় বড় জালিয়াতিচক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। সুতরাং বলা যায় মানুষজনের মাঝে সচেতনতার অভাব আছে। এরকম একটি প্রতারণার ঘটনা থেকেই ক্রিমিনাল-এর গল্প তৈরি হয়েছে।
সাধারণ তিনজন নারীর একসাথে হওয়া এবং সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামই দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ফিল্মকে অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়। প্রত্যেকেই যার যার ভালোটা দেওয়ার চেষ্টা করেছে। এখন দর্শকদের কেমন লাগে সেটা দেখার অপেক্ষায় আছি।’ আজ ৮ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে ওয়েব ফিল্ম ক্রিমিনালস।