নারী বিশ্বকাপের সেরা একাদশে এক বাংলাদেশি

Share Now..

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে হারিয়ে প্রথমবার জয়ও তুলে নিয়েছে তারা। এর বাইরে আরও অন্তত দুটি ম্যাচ জেতা উচিত ছিল। কিন্তু অনভিজ্ঞতার কারণে সেগুলোতে পরাজয়বরণ করতে হয়।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক দিয়ে বেশ কয়েকজন নারী ক্রিকেটার আলো ছড়িয়েছেন। তাদের মধ্যে অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন অন্যতম। তাইতো পুরস্কার হিসেবে বিশ্বকাপের সেরা একাদশে একমাত্র বাংলাদেশি তিনি।

সোমবার (৪ এপ্রিল) নারী বিশ্বকাপের ১২তম আসরের সেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। এটিতে সর্বোচ্চ চার জন রয়েছেন শিরোপা জয়ী দল অস্ট্রেলিয়ার। এছাড়া দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দুইজন ও ওয়েস্ট ইন্ডিজের একজন। অধিনায়ক হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।

পুরো টুর্নামেন্টে বল হাতে দারুণ ছিলেন সালমা খাতুন। ৭ ম্যাচে ৩.৭৯ ইকোনমি রেটে উ্ইকেট শিকার করেছেন ১০টি।

একনজরে সেরা একাদশ

লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হ্যালি (অস্ট্রেলিয়া). মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মানি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও সালমা খাতুন (বাংলাদেশ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *