নারী রক্তদাতাদের উৎসাহিত করতে ৬৪ জেলায় রক্তদান করবেন আজমীরা

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
সাদিয়া ইসলাম আজমীরা নামে এক নারী রক্তদাতা সংস্থ্যা “মানবতার কর্ণধার রক্তদাতা ফোরাম“ মাধ্যমে দেশের ৬৪টি জেলায় রক্তদানের উদ্দেশ্যে কাজ শুরু করেছেন। তিনি দেশের ৪টি জেলায় রক্ত দিয়ে পঞ্চম বারের মত ঝিনাইদহে রক্তদান করেন। আজমীরার জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারীতে। রক্তদানে নারীদের উৎসাহিত করতেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, আমার উদ্দেশ্য হলো প্রত্যেক জেলাতে পর্যায়ক্রমে রক্তদান করা ও নারীদেরকে রক্তদানে উৎসাহিত করা। আজমীরাকে ঝিনাইদহে স্বাগত জানান ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিথিলা ইসলাম, ডাক্তার লিমন পারভেজ, ডাঃ ফাল্গুনি আহমেদ ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আনোরুল ইসলাম। এ সময় ঝিনাইদহ রক্তদাতা সংগঠনের সদস্য তারেক মাহমুদ জয়, নাজমুল ইসলাম, সাজিদ মাহমুদ, জহুরুল ইসলাম, মুহিব জোয়ার্দারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি উপস্থিত ছিলেন।

One thought on “নারী রক্তদাতাদের উৎসাহিত করতে ৬৪ জেলায় রক্তদান করবেন আজমীরা

  • February 11, 2024 at 3:04 pm
    Permalink

    Localize por meio do software de sistema “Find My Mobile” que acompanha o telefone ou por meio de software de localização de número de celular de terceiros.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *