নারী সেজে হৃদয় ছুঁলেন সেনগুপ্ত পরিবারের ছেলে

Share Now..

লাল শার্টিনের শাড়ি, কাঁধ অবধি লম্বা চুল, ঠোঁটে লাল রঙের লিপস্টিকে নারীর সাজে কলকাতার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’য় লাখো হৃদয় ছুঁয়ে দিলেন প্রারব্ধি সিং ওরফে পর্দার সেনগুপ্ত পরিবারের ছেলে জয় সেনগুপ্ত। 

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে প্রারব্ধি সিং নারী সেজেছেন। মূলত গল্পে আসল মিশকাকে জেলে যেতে হয়, তাই জয় সেনগুপ্তকে সাজ নিতে হয় নারীর।

এ সম্পর্কে প্রারব্ধি বলেন, গল্পের জন্যই মিশকা সাজা আমার। বাড়ির বাচ্চারা খুব ভয় পেয়ে আছে। কারণ, তারা জানতে পেরেছে, মিশকা জেল থেকে ছাড়া পেয়েছে। তখনই ওদের বোঝাতে দীপা, আমি আর সূর্য মিলে একটা নাটক করছি। এ জন্যই এই সব সাজ। আমার বেশ ভালোই লেগেছে। এই প্রথম নিজেকে এমন অন্য ভাবে দেখলাম, তাই আরও ভালো লাগছে।

সিরিয়ালে নিজের নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন অভিনেতা। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, 
একদম মিশকার মতো। 

তার সহ-অভিনেতা প্রীতম দাস মন্তব্য করেছেন, “বাইসেপওয়ালা মিশকা।” কিছু দিন আগে প্রীতমকেও দর্শক দেখেছিলেন এমনই একটি রূপে। ‘রাঙা বউ’ সিরিয়ালে মহিলার সাজে সেজে দর্শকের সামনে হাজির হয়েছিলেন অভিনেতা।

1,205 thoughts on “নারী সেজে হৃদয় ছুঁলেন সেনগুপ্ত পরিবারের ছেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *